বরিশালে কিশোরদের ঝগড়া থামাতে গিয়ে ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে নগরীর পুরানপাড়া এলাকায় মার্বেল খেলা নিয়ে দুদল কিশোরের তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন তাদের থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে ঘুষি দেন মাইনুর রহমান সাকিব নামে এক কিশোর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেন স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তিনি বেঁচে নেই।
অভিযুক্ত কিশোর মাইনুর রহমান সাকিবকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।