বরিশালে অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিচার দাবি করেছেন নির্যাতনের শিকার ওই কিশোরীর স্বজনরা। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকার চরপত্তনিয়া গ্রামে নিজ বাড়িতে ঘটে এ ঘটনা। আটককৃত ওই ব্যক্তির নাম জীবন হাসান মনির। সে ওই কিশোরীর ভাইয়ের বন্ধু।
গত ১ মাস ধরে নির্যাতিতার বাড়িতে তার যাতায়াত ছিল। সোমবার সে ওই বাড়িতে রাতযাপন করে। আনুমানিক রাত ৩টার দিকে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে মুখ চেপে অন্য ঘরে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে পরিবার ও পাড়া-প্রতিবেশীরা জড়ো হয়ে ওই যুবককে আটক করে।
পড়ে পুলিশ গিয়ে ধর্ষক জীবন হাসান মনিরকে থানায় নিয়ে যায়। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি এলাকায়। সে এক সন্তানের বাবা বলেও জানা গেছে।
এ ঘটনায় পুলিশ ওই কিশোরীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে। তার মা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেছেন।
এ ঘটনার বিচার দাবি করেছেন ওই কিশোরীর মা। বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।