একই ছাদের নিচে নিজস্ব ঠিকানা পেলেন বরিশালের হরিজন সম্প্রদায়ের ৪৮টি পরিবার।
রোববার দুপুর সাড়ে ১২ টায় শহরের আমীর কুটির এলাকায় হরিজন পল্লীতে সেবক কলোনীর বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সিটি মেয়র জানান, নগরীর কাউনিয়া এলাকায় হরিজনদের জন্য আরো দু’টি বহুতল ভবন নির্মাধীন রয়েছে। ভবন দু’টির কাজ সম্পন্ন হলে হরিজনদের মাঝে ফ্লাট বুঝিয়ে দেয়া হবে।
সেবক কলোনী প্রকল্প ব্যায় ধরা হয়েছিলো প্রায় ৬ কোটি টাকা। ৪৮ টি ফ্লাটের মধ্যে ৬তলা ভবনের প্রতি তলায় ৮টি করে ফ্লাট রয়েছে। প্রতি ফ্লাটের আয়াতন ৪৭৭.৭৫ বর্গফুট। প্রতি তলার আয়াতন ৩৮২২ বর্গফুট। এই ভবনের বাসিন্দারা সবাই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী।
এরপর মেয়র ভ্যাকুয়াম টাইপ রোড স্যুইপার ট্রাক বা সহজে রাস্তা ঝাড় দেয়ার মেশিন এর উদ্বোধন করেন। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রনালয় ১২টি সিটি কর্পোরেশনে এই মেশিন প্রদান করে।