যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গণনায় দীর্ঘ সময় লাগার বিষয়টি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের অনেক কিছু শেখা উচিত।’ আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরায় ৫ নং সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর এ মন্তব্য করেন তিনি।
ইভিএমে দ্রুত ফল ঘোষণা ও কেন্দ্রে ফল দেওয়ার ‘ইতিবাচক দিক’ তুলে ধরতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন রাজ্যে ফল ঘোষণার বিলম্বের প্রসঙ্গ টানেন নূরুল হুদা। তিনি বলেন, যুক্তরাষ্টের ভোট পদ্ধতি থেকে বাংলাদেশের যেমন শেখার আছে, তেমিন যুক্তরাষ্ট্রেরও কিছু শেখার আছে বাংলাদেশ থেকে।
তিনি আরও বলেন, ‘আমেরিকার ব্যাপার তো আমেরিকার। আমি সব সময় বলি- এটা দেখতে হবে গ্লোবালি, কাজ করতে হবে লোকালি। আমেরিকার স্বাধীনতার দেড়শ বছর আগে থেকেই নির্বাচনের কালচার। আমেরিকা থেকে আমাদেরও শিক্ষার রয়েছে। কোনো সন্দেহ নেই, যে কোনো জায়গা থেকে শিখতে হবে। আমার একটা কথা আছে- আমাদের কাছ থকেও শিক্ষা নেওয়া উচিত। কারণ, আমেরিকা ৪/৫ দিনেও ভোট গণনা করতে পারে না। আমরা ইভিএমের মাধ্যমে ৪/৫ মিননিট থেকে ১০ মিনিটের মধ্যে ভোট গণনা করি কেন্দ্রে কেন্দ্রে ঘোষণা দিয়ে দিই।’
এমন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে নেই মন্তব্য করে সিইসি বলেন, ‘তাদের আড়াইশ বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় এটা এখনও অ্যাড্রেস করতে পারেনি। তাদের সেন্ট্রাল কোনো ইলেকশন কমিশন নেই, কেন্দ্রীয়ভাবে নেই। এটা কাউন্টি লেভেলে হয়। তাদের আইনমত। অবশ্যই তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরও আছে। অ্যাডভান্সড ভোটিং সিস্টেম রয়েছে তাদের।’