কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার দুপুরে, টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান ইয়াবা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে পাচার হবে এমন তথ্য পান তারা। আজ ভোরে নাইট ভিশন ডিভাইসে কয়েকজন পাচারকারীকে ছ্যুরিখালের লবনের মাঠ দিয়ে প্রবেশ করতে দেখেন। এ সময় বিজিবি তাদের ধরতে গেলে তারা বৃষ্টি ও অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরে লবনের মাঠে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।