বাংলাদেশ সীমান্তে সেনা টহলের কোনও ধরনের তথ্য জানা নেই বলে দাবি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)। তবে সীমান্তে বিজিপির নিয়মিত টহল জোরদার রয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত চলে বৈঠকটি।
বৈঠকে বিজিবির তিনটি ব্যাটালিয়নের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান এবং বিজিপির ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডু-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল চেন নাইং উ।
বৈঠকটিতে মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে আন্তরিকপূর্ণ আলোচনা করেন উভয় দেশের প্রতিনিধিরা।
একইসঙ্গে সীমান্তে যৌথ টহল নিয়মিত জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে।