পটুয়াখালীর বাউফলে ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছে মো. ইমরান হোসেন (২২) নামে এক কলেজ শিক্ষার্থী। সে উপজেলার ধানদী গ্রামের মো. সেলিম মৃধার ছেলে। পৌর সদরের বাউফল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা সেলিম মৃধা থানায় জিডি করেছেন (বাউফল থানায় জিডি নং- ৯৫৭, তাং- ২১/০৯/২০)।
জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বের হয়ে আর বাড়ী ফেরেনি মানসিকভাবে অসুস্থ ইমরান। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তার। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ, চুল লম্বা, মুখমন্ডল গোলাকার এবং মুখে হালকা দাঁড়ি আছে। তার পরনে সাদা রংয়ের ফুল হাতা শার্ট ও লুঙ্গি ছিল।