যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের নিরাপত্তা সুরক্ষিত না হয়, ততক্ষণ পর্যন্ত স্কুল খোলা হবে না বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। বিশ্বসাক্ষরতা দিবস উপলক্ষ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এক বছরের ব্যবধানে বাংলাদেশে সাক্ষরতা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৭০ শতাংশ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর সবশেষ জরিপে সাক্ষরতার এই হার উঠে এসেছে।
গতবছর দেশে সাক্ষরতার হার ছিল ৭৩ দশমিক ৯০ শতাংশ। এবার তা বেড়ে ৭৪ দশমিক ৭০ শতাংশ হয়েছে।
এবারের সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘কোভিড-নাইনটিন সঙ্কট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’। আগামী ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।