ads
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪ বার পঠিত
হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের মিয়ার বিরুদ্ধে ভিজিএফের ২৭ বস্তা চাল আত্মসাতের চেষ্টার অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা বানিয়াচং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই ওই উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের অনুকূলে ৭ হাজার ২৭০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। ২৭ জুলাই ওই চাল হবিগঞ্জ খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোতাহের মিয়া তালুকদার। ২৭ জুলাই সেই চাল বিতরণের দিন ধার্য করা হয়। ধার্যকৃত তারিখে মজুদ যাচাইকালে ট্যাগ অফিসার ১০ বস্তা চাল কম পান।

এ সময় ট্যাগ অফিসার চাল কম পাওয়ার বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে তিনি জানান, খারাপ আবহাওয়ার কারণে ১০ বস্তা চাল আনা সম্ভব হয়নি। বিকালে ১০ বস্তা চাল আনা হবে। কিন্তু চাল বিতরণকালে ১নং থেকে ৩নং ওয়ার্ডে বিতরণের পর ট্যাগ অফিসার পুনরায় মজুদ যাচাই করে ২৭ বস্তা চাল কম পান। পরবর্তীতে তদন্ত টিম তদন্তকালে সরকারি লোগো সম্বলিত ২৭ বস্তা চাল অন্যত্র মজুদ পায়। এ সময় চেয়ারম্যান তদন্ত দলকে জানান- ১৭ বস্তা চাল হবিগঞ্জ থেকে ক্রয় করেছেন তিনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রেকর্ড ও আলামত যাচাইকালে তদন্তকারী কমিটির কাছে মনে হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি চাল আত্মসাতের উদ্দেশ্যে তিনি ২৭ বস্তা চাল অন্যত্র সরিয়ে রেখেছিলেন। এছাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের সঙ্গে ২নং ও ৮নং ওয়ার্ড মেম্বার ও ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জড়িত রয়েছেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রত্যেক ইউনিয়নে মাথা পিছু বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের সিদ্ধান্ত নেন। বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নে ৭২৭ জন দরিদ্র অসহায় লোককে চাল দেয়ার তালিকা তৈরি করা হয়।

২০ জুলাই সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের সময় ট্যাগ অফিসার ২৭ বস্তা চাল কম পান। পরে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোতাহার মিয়ার কবল থেকে ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে গত ২৯ জুলাই ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত টিম তাদের তদন্ত শেষে সম্প্রতি প্রতিবেদন দাখিল করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102