ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযান, ৯ সন্ত্রাসী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলার পুনর্বাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় আলীকদম সেনা জোনের সাঁড়াশি অভিযানে পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএসের (মূল) ৯ জন সক্রিয় সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশক্রমে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের সেনা সদস্যরা জোন উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটকরা হলেন-আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)।

আটকদের কাছ থেকে ৪টি গাদা বন্দুক, ২০টি ব্যারেল, ৩টি ছুরি, ১০টি ইউনিফর্মের নিচের অংশ, ২০ জোড়া বুট, ১০টি ট্যাব, ২০টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএসের (মূল) সক্রিয় সদস্য হিসেবে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

অস্ত্র এবং অন্যান্য আলামত জব্দ করে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ।

তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের চাঁদাবাজি এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা তৎপর এবং অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102