ads
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

বার্ন ইনস্টিটিউটের সিসিইউতে কুমিল্লার যমজ বোন সারিনা-সাইবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১ বার পঠিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের যমজ দুই বোন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে।

দগ্ধ দুই শিক্ষার্থীর নাম সারিনা জাহান ও সাইবা জাহান। তারা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা, রাজধানীর উত্তরায় বসবাসরত ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের সন্তান। মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সারিনা, সাইবা চতুর্থ শ্রেণিতে পড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, সারিনার শরীরের ২০ শতাংশ এবং সাইবার শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাবা ইয়াছিন মজুমদার জানান, সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুল ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের সময় তার দুই মেয়ে ক্লাসে ছিল। তিনি বলেন, খবর পেয়ে আমি ও আমার স্ত্রী আকলিমা আক্তার স্কুলে ছুটে যাই। অনেক খোঁজাখুঁজির পর বার্ন ইনস্টিটিউটে গিয়ে তাদের সন্ধান পাই। বর্তমানে তারা সিসিইউতে চিকিৎসাধীন। সবাইকে আমার মেয়েদের জন্য দোয়া করতে অনুরোধ জানাই।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৭৮ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102