কুমিল্লা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেবিদ্বার থেকে স্ত্রী কুলসুম ও মেয়ে শাহিনুর বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে সদরে যাচ্ছিলেন এরশাদ মিয়া। পথে বুড়িচংয়ের তুঁতবাগান এলাকায় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। আহত হন এরশাদ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক চালক ও হেলপার।