রাজবাড়ীতে বাড়ির সীমানা বিরোধ নিয়ে সৈকত মাতুব্বর (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ওই যুবকের চাচা প্রফুল্ল মাতুব্বর ও চাচি শান্তিলতা মাতুব্বর।
নিহতের বাবা সুশান্ত মাতুব্বর জানান, বাড়ির সীমানা বিরোধ নিয়ে বুধবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে শশা মাতুব্বরের ছেলে সনদ মাতুব্বর গংদের হামলায় তার ছেলে আহত হন। আহত অবস্থায় তাকে বালিয়াকান্দী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। এ কারণে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে ঢাকা নেয়ার পথে তার ছেলের মৃত্যু হয়।
এ ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।