নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে ছোটন প্রামাণিক (২৭) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্যে বগুড়ার কালাইয়ে অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের (৪০) গোয়ালঘর থেকে চুরি হওয়া ১৩টি গরু উদ্ধার করা হয়।
রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
তিনি বলেন, ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এরপর থেকেই এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ।
একপর্যায়ে শনিবার (২২ মার্চ) আত্রাইয়ে অভিযান চালিয়ে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রে জড়িত বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। এই গরুগুলোর মধ্যে পাঁচটিই আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান উপস্থিত ছিলেন।