বিকাশ হ্যাকার চক্রের ৯ সদস্যকে ফরিদপুরের মধুখালীর ডোমাইন গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করেন ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। তিনি জানান, এ চক্রটি চার ধাপে প্রতারণা করে।
প্রথমে একটি গ্রুপ বিকাশের দোকানে ক্যাশ ইন রেজিস্ট্রারের ছবি তুলে পাঠিয়ে দেয় ফরিদপুরের মূল হ্যাকারদের কাছে। দ্বিতীয় ধাপে হ্যাকার ছবি দেখে বিকাশ দোকানদার সেজে ভিকটিমকে ফোন দেয়। পরের ধাপ বিকাশের কল সেন্টারের নাম্বার ক্লোন করে ফোন দেয়া হয়। কথিত কল সেন্টার থেকে ভিকটিমকে ওটিপি বা ওয়ান টিম পাসওয়ার্ড পাঠান এবং কৌশলে প্রেরিত ওটিপি ভিকটিমের কাছে জানতে চায়।
অনেকেই প্রতারিত হয়ে ওটিপি দিয়ে দেন। যারা দিতে না চান তাদেরকে একটি অংকের ধাঁধায় ফেলে হাতিয়ে নেয় গোপন পিন নম্বর। একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা।