জয়পুরহাটের পাঁচবিবিতে জিল্লুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মাকুল গ্রামে শ্বশুর বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, ৪ বছর আগে উপজেলার মাকুল গ্রামের শাহ আলমের মেয়ে আঙ্গুরীর বেগমের সাথে বিয়ে হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার নইমুদ্দিনের ছেলে জিল্লুর রহমানের। বিয়ের কিছু দিন পর থেকেই তাদের সম্পর্ক ভাল যাচ্ছিল না।
বৃহস্পতিবার বিকেলে জিল্লুর রহমান বগুড়ার শিবগঞ্জ থেকে শ্বশুর বাড়ি পাঁচবিবির মাকুল গ্রামে আসে। আজ শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শ্বশুর বাড়ির লোকজনের দাবি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ করে ঘরের বর্গার সাথে স্ত্রীর ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জিল্লুর রহমান। পরে দরজা ভেঙ্গে তার মরদেহ বের করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, পুলিশ তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান (ওসি) মনসুর রহমান।