ads
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সোচ্চার ছিলেন রফিক উল হক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২০ বার পঠিত

দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবর সোচ্চার ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বর্ণাঢ্য জীবনে আইন পেশায় দক্ষতার সঙ্গে প্রায় ছয় দশক পার করেছেন এই আইনজীবী।
সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক উল হক মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আদ-দ্বীন হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। হাসপাতালটির আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন রফিক উল হক।

১৯৬০ সালে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু। এরপর ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার এট ল’ সম্পন্ন করেন ব্যারিস্টার রফিক-উল হক। সেখান থেকে ফিরে তিন বছর পর ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ১৯৭৩ সালে আপিল বিভাগে মামলা লড়ার অনুমতি পান।

দেশের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে সরকারকে সহযোগীতা করেছেন বর্ষীয়ান এই আইনজীবী। বিভিন্ন মামলায় বিচারকরাও তার কাছ থেকে পরামর্শ নিতেন।

১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন রফিক-উল হক। কিন্তু কোনো সম্মানি নেননি। পেশাগত জীবনে রাজনীতি না করলেও রাজনীতিবিদরা সবসময় তাকে পাশে পেয়েছেন।

২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক মামলায় ব্যারিস্টার রফিক-উল হক আইনজীবী হিসেবে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। ওয়ান ইলেভেন সরকারের বিভিন্ন আদেশ নির্দেশ চ্যালেঞ্জ করে বিভিন্ন মামলা পরিচালনা করেন তিনি। সেসময় একইসঙ্গে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। আটক অন্যান্য রাজনীতিকের হয়েও সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন রফিক উল হক।

আইনজীবী হিসেবে রফিক-উল হক সততা, নিষ্ঠা ও সমতার পরিচয় দিয়েছেন। কখনো তিনি জাতি, ধর্ম, বর্ণ, দল বিবেচনায় নেননি।

ব্যক্তি হিসেবেও ব্যারিষ্টার রফিকুল হক ছিলেন অত্যন্ত সদয় ও স্নেহপরায়ণ। একজন স্পষ্টভাষী ও সাহসী মানুষ হিসেবেও সুনাম রয়েছে তার। ৬০ বছর কর্মজীবনের উপার্জিত অর্থ দিয়ে গড়ে তুলেছেন কিছু দাতব্য প্রতিষ্ঠান।

বর্ষীয়ান এই আইনজীবীর জন্ম ১৯৩৫ সালের ২র নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫৮ সালে এলএলবি পাস করে আইনপেশায় যোগ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102