নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঁখিমনি নামে এক অষ্টম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছে তার মা-বাবা ও দু’ভাই।
শুক্রবার সন্ধ্যার দিকে কালিয়া উপজেলার কলাগাছি গ্রামে নিজেদের বাড়ির নতুন তৈরি করে আনা গেট সকলে মিলে ধরে বসাতে গিয়ে তারা দুর্ঘটনা কবলিত হয়। এতে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ঘটনার শিকার ভুক্তভোগীরা জানায়, কলাগাছী গ্রামের পলাশ ফকির শুক্রবার তার বাড়ির নতুন তৈরি করে আনা কলাস্পেবল গেটটি সন্ধ্যার পরে পরিবারের অন্যদের নিয়ে ধরাধরি করে বসাতে যায়। এ সময় যে কোনভাবে সেখানে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে গেটটির সঙ্গে সেটি ধরে থাকা সকলে বিদ্যুতায়িত হয়।
এ সময় তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে আহত সকলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আঁখিমনিকে মৃত ঘোষণা করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি করা হয়েছে।