কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
কুমিল্লা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২০ এর প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন, কুমিলা জেলার পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সূর্য সন্তান ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু সাঈদসহ অন্য অফিসারবৃন্দ।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্পের বিভিন্ন বিষয়ে এসপি নুরুল ইসলামকে অবহিত করা হয়। এ সময় তিনি ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন।