বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই সমান তালে বাড়ছে। বিশ্বে একদিনে মারা গেছে ১০ হাজার ২০৬ জন। পাশাপাশি এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।
ভারতে মঙ্গলবার (২৩ মার্চ) করোনা শনাক্ত হয়েছে ৪২ হাজার। গত ৭ দিনে দেশটিতে গড়ে ৪০ হাজার করে করোনা রোগী শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন ধরণ ও জনসাধারণের স্বাস্থ্য সচেতনতার অভাবেই সংক্রমণ বাড়ছে।
এ পরিস্থিতিতে দিল্লির বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালে যাত্রীদের গণহারে করোনা পরীক্ষার ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। এছাড়াও দিল্লিতে হোলি উৎসব, শবে বরাত ও নবরাত্রি অনুষ্ঠানের প্রকাশ্য উদযাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। মঙ্গলবার দেশটিতে রেকর্ড ৩ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
অন্যদিকে, সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও জর্জিয়া অঙ্গরাজ্যে প্রাপ্ত বয়স্কদের টিকা নেয়ার অনুমতি দেয়া হয়েছে। এপ্রিলের মধ্যেই প্রাপ্ত বয়স্ক সবাইকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে অঙ্গরাজ্যগুলো।
আর, ইউরোপে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে বিধিনিষেধ জারি করা হচ্ছে। লকডাউন তুলে নেয়ার কথা থাকলেও তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। পোল্যান্ডে ইস্টারের ছুটিকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। নেদারল্যান্ডসে ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ।