ads
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে স্কুলছাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬ বার পঠিত

নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক স্কুলছাত্রী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে ওই স্কুলছাত্রী। ওই প্রেমিকের সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যা করবেন বলে জানিয়েছে ওই স্কুলছাত্রী। ফলে দুশ্চিন্তায় পড়েছে উভয় পরিবার। অনশনরত স্কুলছাত্রী জি এস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রেমিক আব্দুল খালেক (২২) গণেশপুর ইউনিয়নের ভেবড়া (করিগরপাড়া) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

অনশনরত তরুণী জানান, তাদের বাড়িতে কাজ করার সুবাদে গত কয়েক বছর ধরে একই গ্রামের প্রতিবেশী চাচাতো ভাই আব্দুল খালেকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ওরা গরিব হওয়ায় প্রেমের সম্পর্ক বাবা এবং বড় ভাই মেনে নিতে চায় না। ওদের বাড়িতে এর আগেও একাধিকবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার পরে ওই ছেলের সাথে বিয়ে দেবে বলে মিথ্যে আশ্বাস দিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে ওই ছেলের সাথে আর বিয়ে না দেওয়ায় বাধ্য হয়ে তাদের বাড়িতে অবস্থান করছি। এ বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই।

স্থানীয় প্রতিবেশী আব্দুল মান্নান, মোয়াজ্জেম, আকরাম এবং সাইদুর রহমানসহ অনেকে জানান, এই তরুণীকে কেউ জোর পূর্বক আনে নাই। বরং ও নিজের ইচ্ছায় আব্দুল খালেকের বাড়িতে এসে অবস্থান নিয়েছে। ওদের প্রেমের সম্পর্ক আজ নতুন না। সবাই জানে ওদের প্রেমের সম্পর্ক। কিন্তু ওরা গরিব হওয়ায় ওদের সম্পর্কের বড় বাধা।

ছেলের মা ময়না বলেন, আমরা অনেক গরিব মানুষ। তবুও মেয়েটি আমার ছেলের জন্য পাগল। আর এ জন্য মেয়েটি আমার ছেলের সাথে বিয়ে হওয়ার জন্য ওর নিজের ইচ্ছায় শুক্রবার ভোরে আমাদের বাড়িতে অবস্থান নেয়। বিয়ে না হলে ও আর আমাদের বাড়ি থেকে যাবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু মেয়েটির বড় ভাই আমার ছেলের সাথে প্রেমের সম্পর্ক মেনে নিতে চাচ্ছে না। বরং মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে।

মান্দা থানার ওসি- তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102