কুমিল্লার হোমনায় বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের মামলায় রিপন সরকার নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেপ্তারকৃত রিপন সরকার বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, প্রায় ৩ বছর আগে স্বামী পরিত্যক্তা ওই নারীর সঙ্গে একটি পণ্যমেলায় বাঞ্ছারামপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে যুবলীগ নেতা রিপন সরকারের (৩৫) পরিচয় হয়। এর সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০১৭ সালের ৮ মে রাতে হোমনা উপজেলার আদর্শপাড়া গ্রামে ওই নারীর ভাড়া বাসায় এসে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের আশ্বাসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এরপর থেকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিলো তারা। এদিকে রিপন সরকার আগে থেকে বিবাহিত ও তার স্ত্রী-সন্তান রয়েছে এ বিষয়টি ওই নারী অবগত হওয়ার পর তাকে বিয়ের জন্য বলে। কিন্তু রিপন বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং ওই নারীর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রিপন সরকারকে আসামি করে মামলা দায়ের করেন।
হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, ধর্ষণ মামলার আসামি রিপন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।