বীর প্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও শ্বাসকষ্টসহ নানা ধরণের জটিল রোগে ভুগছিলেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নবিউল হাসান জানান, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার রাতে তাকে শেরপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে তার মৃত্যু ঘটে।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নামাজে জানাজা শেষে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরের কাচারীপাাড়া গ্রামের বাড়ির আঙ্গিনায় স্ত্রী তারামন বিবি’র কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হয়েছে।
উল্লেখ্য, তার স্ত্রী বীর প্রতীক তারামন বিবি ২০১৮ সালের ১ ডিসেম্বর ৬২ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তারামন বিবি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার এই অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হন। বীর প্রতীক খেতাব প্রাপ্ত দু’জন নারীর মধ্যে তিনি একজন।