মাদারীপুরের শিবচর পৌরসভার নলগোড়া এলাকা থেকে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় পৌরসভার নলগোড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ফুয়াদ হাওলাদার (৮০) শিবচর পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত আনসার উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার পৌরসভার নলগোড়া গ্রামের ভাড়া বাসার একটি কক্ষ থেকে দূর্গন্ধ বের হচ্ছিলো। এক পর্যায়ে স্থানীয়রা জানালা দিয়ে ওই কক্ষটির কাছে এগিয়ে যায়। কক্ষের জানালা দিয়ে ভেতরে ফুয়াদ হাওলাদারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃত ফুয়াদ হাওলাদার দীর্ঘ ৫ মাস যাবৎ ওই কক্ষে ভাড়া থাকতো বলে স্থানীয়রা জানিয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।