নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন নামে এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় মোহাম্মদ সুমন নামের এক ভ্যান চালকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কিশোরীর বাবা।
অভিযোগে বলা হয়, সুমন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকারে পাশের ঘর থেকে বাবা-মা দৌড়ে এলে সুমন পালিয়ে যায়। পরে শনিবার রাতে সুমনকে গ্রেপ্তার করা হয়।