যশোরের বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে ৫১ পিস ইয়াবাসহ রুবেল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -৬।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে আটক করা হয়।
আটককৃত আসামি মহিষাডাঙ্গা গ্রামের মোসারফ হোসেনের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসাইন বিকেল ৪টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় রুবেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।