ads
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের স্বৈরাচারের দোসর আরও ৩৯ আমলার দ্রুত অপসারণ দাবি জুলাই ঐক্যের ধর্ষণের পর গর্ভপাত: সালিশে ব্যর্থ, মামলাও নেয়নি পুলিশ হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় দিনে ২০০ মিলিয়ন ডলার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির: জাতিসংঘে চীনা দূত বেদখল খাসজমি উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমি উপদেষ্টার বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযান, ৯ সন্ত্রাসী আটক দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শ্রীবরদীতে মাছের ঘেরে ২ শিশুর মরদেহ, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড!

বেনাপোলে ভারত ফেরত ৩৩ বাংলাদেশি কোয়ারেন্টাইনে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১৮ বার পঠিত

ভারত ফেরত ৩৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর করোনা পরীক্ষার নেগেটিভ সনদ না থাকায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মকর্তারা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশনের মেডিক্যাল অফিসার ডাক্তার সুমন সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে এর আগে কেবল বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাসপোর্টধারী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ লাগছিল। এখন দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে ভারত থেকে ফেরার সময়ও ৭২ ঘণ্টার মধ্যে করানো নেগেটিভের সনদ লাগবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেয়।

গত মাসের ২৫ নভেম্বর থেকে এ নির্দেশনা বাস্তবায়ন হয়। নিয়ম মেনেই আসছিলেন যাত্রীরা। হঠাৎ করে শুক্রবার দেখা যায় ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো ৩৩ জনের করোনা নেগেটিভ সনদ নাই। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী অসিম হালদার বলেন, আমার ক্যান্সারের সমস্যার কারণে চিকিৎসার জন্য প্রায় আড়াই মাস ভারতে থেকেছি। আমার জানা ছিলো না যে এখন দেশে ফেরার সময় ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরতে হবে। জানলে অবশ্যই নিয়ম মেনে ফিরতাম।

বেনাপোল ইমিগ্রেশনের মেডিক্যাল অফিসার সুমন সেন জানান, ধীরে ধীরে করোনা সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সংক্রমণ প্রতিরোধে ইমিগ্রেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা চাইলে তাদের নিজ নিজ জেলায় কোয়ারেন্টান সেন্টারে যেতে পারবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102