বেনাপোল প্রতিনিধি: যশোরের বন্দর নগরী বেনাপোল বাজারের বিশিষ্ট গার্মেন্টস ব্যাবসায়ী শাহিন বিশ্বাসের নামে উদ্দেশ্য মূলক মিথ্যা মামলা দ্বায়ের এর প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছেন ভূক্তভোগী শাহিন বিশ্বাস। শনিবার বিকালে বেনাপোল বাজারস্থ একতা প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে শাহিন বিশ্বাস জানান,নারায়নপুর গ্রামের মোঃ জামাল হোসাইন কর্তৃক বিজ্ঞ জুডিঃম্যাজিঃ বেনাপোল পোর্ট আমলী আদালতে আমার নামে দ্বায়ের কৃত মামলা(সি আর-৫৩/২০) উদ্দেশ্যে প্রণোদিত ও বানোয়াট। কেবলমাত্র আমাকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করতে জামাল গংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া তারই বহিঃপ্রকাশ। ঘটনার দিন গত- ৯/৮/২০২০ইং তারিখে অসুস্থজনিত কারনে আমি ঘরের বাইরে বের হইনী অথচ নালিশী বিবরনে আমাকে গাছি দা হাতে নিয়ে কোপ দেওয়ার অভিযোগে ১ নং আসামী করা হয়েছে। যা সম্পূর্ন মিথ্যাচার ও কু উদ্দেশ্য হাসিলের চেষ্ঠা মাত্র।
তিনি আরো বলেন, পৈত্রিক এজমালির সম্পত্তির শরিকানার অংশ জামাল হোসেন গংরা আমাদের অগোচরে গোপনে ক্রয় করেন।আমাদের পারিবারিক ভাবে ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক জবর দখল করতে গেলে গোলযোগ হয় বলে শুনেছি। ঐ দিনই আমার ছোট ভাই সাইদুর রহমান তুহিন স্ব শরীরে বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দ্বায়ের করেন বলে জেনেছি। সে মোতাবেক বেনাপোল পোর্ট থানার সাব ইন্সেপেক্টর ঘটনা স্থল পরিদর্শন করেন। আমি ঘটনার দিন ঘটনা স্থলে উপস্থিত না থাকলেও পরিকল্পিত ভাবে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্ঠা করা হচ্ছে। আমি গনমাধ্যমের মাধ্যমে প্রশাসনের নিকট এই হীন কর্মের সু বিচারের দাবী জানাচ্ছি। এ বিষয়ে ঘটনা স্থলে উপস্থিত ও ঘটনার প্রত্যক্ষ দর্শী জামাল হোসেনের পিতাঃ ইউনুস আলী সহ একাধিক গ্রামবাসী জানান,ঘটনার দিন ঘটনা স্থলে শাহিন বিশ্বাস ছিলেন না।
বেনাপোল পোর্টথানায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া পোর্টথানার দারোগা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী ও উপস্থিত গ্রামবাসীদের নিকট জিঙ্গাসাবাদে ঐ দিন গোলযোগ স্থলে শাহিন বিশ্বাস উপস্থিত ছিলনা বলে নিশ্চিত হওয়া গেছে।বিষয়টি থানায় দুই পক্ষের উপস্থিতিতে মিমাংসার তাগিদ দেওয়া হয়েছে যা এখনো চলমান রয়েছে বলে আরো জানান। সংবাদ সম্মেলন কালীন সময়ে ভূক্তভোগী শাহিন বিশ্বাসের সাথে তার গ্রামবাসী (নারায়নপুর-দূর্গাপুর) ও একতা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।