বেনাপোল প্রতিনিধিঃ বন্দরনগরী বেনাপোলের সাংবাদিক সংগঠন একতা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। প্রেসক্লাবটির নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদুল হাসান বাবু ও সাধারন সম্পাদক মোঃ সুমন হুসাইন। ২৭ সেপ্টেম¦র সোমবার সন্ধ্যায় বেনাপোল বাজারস্থ বুনদিস রেস্টুরেন্টে এক বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের তালিকা ঘোষণা করা হয়।এ সময় আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজ্জুল হোসেন,প্রবীন ব্যাক্তিত মোস্তাক আহমেদ স্বপন,প্রবীন সাংবাদিক আজিজুর রহমান মঞ্জু প্রমুখ।একতা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওহিদুল ইসলামের সভাপতিত্তে অনুষ্ঠিত বর্ধিত সভায় ঘোষিত কমিটির সহসভাপতি হিসাবে নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক- মেহেদী মাসুদ শাকিল,অর্থ সম্পাদক- জাহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক- সাইবুর রহমান,আইন বিষয়ক সম্পাদক- তৌহিদুর রহমান ও প্রচার সম্পাদক-খোরশেদ আলম নির্বাচিত হয়েছে।নবগঠিত কার্যপরিষদ কে অভিনন্দন জানিয়েছেন বেনাপোলের বিশিষ্ট মহল।