গাজীপুরের কালীগঞ্জে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ভেঙে চলন্ত পিকআপের ওপর পড়ে খাদে উল্টে বাদশা মিয়া নামে এক ড্রাইভার নিহত হয়েছেন। নিহতের বাড়ি নরসিংদীর পলাশে। এ ঘটনায় পিকআপের আরও দুই সহযোগীকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-ঘোড়াশাল সড়কের চৌয়ারিয়াখুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে একই স্থানে দ্রুতগতির একটি সিমেন্ট বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ওই খুঁটিতে। সেসময় ওই খুঁটি দুর্বল হয়ে পড়ায় পরবর্তীতে বাতাসে খুঁটিটি চলন্ত পিকআপের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।