অগ্রণী ব্যাংকের সুনামগঞ্জের দোযারাবাজার শাখা থেকে সাড়ে আট লাখ টাকা জালিয়াতি করে হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকের দোয়ারাবাজার শাখা সূত্রে জানা যায়, ব্যাংকে একটি একাউন্ট ছিলো। ওই একাউন্টের তিনটি পাতা ব্যবহার করে এক প্রতারক ভুয়া চেক, পোস্টিং, সিগনেচার সবকিছু নকল করে তিনটি চেকে সর্বমোট সাড়ে আট লাখ টাকা নিয়ে গেছে।
বুধবার (২৬ আগস্ট) বুধবার এই ঘটনার পরে ওই ব্যক্তির এনআইডি ভেরিফায়েড করে দেখা গেছে সে যে ঠিকানা ব্যবহার করেছে তা সম্পূর্ণ ভুয়া। ঠিকানায় তার নাম দেয়া হয়েছে মোঃ ফারুক মিয়া, পিতা-কাদির মোল্লা ও মাতা-মোছাঃ মেহের জান, গ্রাম: ভবানীপুর, ইউনিয়ন দোহালিয়া, উপজেলা দোয়ারাবাজার,জেলা সুনামগঞ্জ । সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৫৬৬৮৯৬৯।
অগ্রণী ব্যাংকের দোয়ারাবাজার শাখার ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, প্রতারক চক্র জালিয়াতি করে ব্যাংক থেকে সাড়ে আট লাখ টাকা নিয়ে গেছে। তার সঠিক পরিচয় জানা যায়নি। তবে তার ছবি ঠিক আছে। কিন্তু এনআইডি কার্ড জাল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।