ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার ও গুলিসহ দুই যুবককে আটক করেছে করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইল এলাকার আবদুল জলিলের ছেলে মো. জুয়েল (৩২) ও সরাইল উপজেলার হালুয়াপাড়া এলাকার এরশাদ মিয়ার ছেলে মো. সোহাগ (২৯)।
র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সোমবার রাতে তিনি ও তার সহকারী কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে। জেলা শহরের ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে হোসেন সরকার ডিপার্টমেন্টাল স্টেরের সামনে পাকা রাস্তার অভিযান পরিচালনা করেন।
পরে তথ্য অনুযায়ী ওই দুই যুবকের দেহ তল্লাশি করে ২টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।