ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫তলা ভবন থেকে পড়ে যাওয়া মুন্নি আক্তার (১১) নামের শিশুটি মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে সে।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্তী।
নিহত মুন্নি আক্তার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের কামরুল ইসলামের মেয়ে। কামরুল ইসলাম পেশায় একজন স্পীড বোর্ড চালক। মুন্নী পরিবারের সাথে অরুয়াইল বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় পাশের হাকিম মিয়ার ৫তলা ভবন থেকে পড়ে যায় মুন্নী। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যায়।
সরাইল অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্তী বলেন, খবর পেয়েছি শিশুটি চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।