ads
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

ব্রিটেনে এসাইলাম আবেদনকারীদের জন্য আরো কঠিন নিয়ম আসছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৬ বার পঠিত

ব্রিটেনে এসাইলাম নিয়মে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছেন ব্রিটিশ হোম সেক্রেটারী প্রীতি প্যাটেল। এর ফলে যারা অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করবেন তাদের ব্রিটেনে স্থায়ী হওয়া কঠিন হয়ে পড়বে।

হোম সেক্রেটারী জানিয়েছেন যারা ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করে এসাইলাম আবেদন করবেন, তাদের ক্ষেত্রে আরো কঠোর আইন প্রণয়ন করা হবে। একই সাথে যারা শরনার্থী হিসেবে বিভিন্ন নিরাপত্তার জন্যে আবেদন করবেন তখন আবেদনকারীরা কিভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন তা গভীরভাবে খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

হোম সেক্রেটারী বলেছেন, নতুন নিয়মে প্রকৃত এসাইলামদের অধিকার আরো বেশি নিশ্চিত করবে। সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রকে রুঁখতেই নতুন নিয়ম আসছে। বুধবার সকালে বিবিসিতে প্রচারিত এক স্বাক্ষাত কারে এমন মন্তব্য করেন তিনি।

প্রস্তাবিত নতুন সিস্টেমে যারা বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন এবং যারা বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেননি তাদের এসাইলাম আবেদন আলাদা আলাদাভাবে মূল্যায়ন করা হবে। বৈধভাবে প্রবেশকারীদের আলাদা অধিকারও দেওয়া হবে।

বিবিসি জানিয়েছে ২০২০ সালের মার্চ থেকে গত এক বছরে ব্রিটেনে প্রায় ৩৫ হাজার ৯৯ এসাইলাম আবেদন পড়েছে।

আবেদনকারীদের মধ্যে ইরান, ইরাক এবং আলেবনিয়ার নাগরিকই বেশি। এছাড়া এসাইলাম আবেদনকারীদের মধ্যে প্রায় ৮ হাজার ছোট্ট নৌকা বা ইঞ্জিন বোটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেন। হোম সেক্রেটারী জানিয়েছেন, সংঘবদ্ধ মানবপাচারকারীর সহযোগিতায় গত বছর অবৈধভাবে নৌকাযুগে প্রায় সাড়ে ৮ হাজার অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।

এদিকে লেবার পার্টি বলেছে, নতুন সিস্টেমে কোনো পরিবর্তন আসবে না এবং সংঘবদ্ধ চক্রকেও থামাতে পারবে না। আর রিফিউজি ক্যাম্পেইনাররা বলেছেন, প্রস্তাবিত নতুন পরিকল্পনার মাধ্যমে এসাইলামদের প্রতি অবিচার করা হবে।

হোম সেক্রেটারী প্রীতি পাটেলের নতুন পরিকল্পনা বুধবার পার্লামেন্টে উত্থাপন করা হবে। এমপিরা তাতে সমর্থন দিলে তা আইনে পরিনত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102