সিলেটের বিশ্বনাথে এবার ভাতিজিকে ধর্ষণের অভিযোগ ওঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচা আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে ভূক্তভোগী ওই কিশোরী বিশ্বনাথ থানায় মামলা করলে রশিদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দুই মাস আগে ওই কিশোরীকে প্রথমবার ধর্ষণ করেন রশিদ। এ বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকিও দেন তিনি। শুক্রবার রাতে রশিদ আবারও তাকে ধর্ষণ করলে, সকালে থানায় অভিযোগ করে ওই কিশোরী। মামলার পরপরই ডাক্তারি পরীক্ষার জন্য ভূক্তভোগীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
সিলেট বিশ্বনাথ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিম মুসা বলেন,’অবিযোগকারীনি তার আপন চাচা আব্দুর রশিদের নামে অভিযোগ দেয় যে, সে দুই মাস আগে তাকে একবার ধর্ষণ করেছে। এরপর গতকাল রাত সাড়ে বারোটার দিকে তাকে আবার ডেকে নেয় এবং তাকে ভয়-ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করে।’