পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৈকখালী গ্রামে স্থানীয় গফফার ফরাজীর বাড়ির সামনের খালে অজ্ঞাত পরিচয় যুবকের মাথাবিহীন মৃতদেহটি ভাসতে দেখে ভান্ডারিয়া থানায় খবর দেয় স্থানীয়রা । এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। তিনি জানান, পুলিশ মৃতদেহটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।