ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৪ হাজারের বেশি। নতুন আরও এক হাজার ৩শ ২১ জন করোনায় মারা গেছেন।
ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা, বৃহস্পতিবার আবারও বলেছেন এখনই সতর্ক না হলে আগামী কয়েক মাসের মধ্যে ভারতে আসতে পারে তৃতীয় ঢেউ। যেখানে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এরইমধ্যে অতিসংক্রমিত ধরন ডেল্টা প্লাস ভারতের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের বেশিরভাগই ডেল্টা ধরন। এছাড়াও সামাজিক সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার সিডনির মধ্যাঞ্চল ও সৈকত এলাকায় কঠোর লকডাউন দিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া ফাইজার-বায়োএনটেকের টিকা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধ কার্যকর বলে দাবি করেছে ইসরায়েলে ফাইজাররে এক কর্মকর্তা। তবে এ বিষয়ে ফাইজারের মুখপাত্র এ নিয়ে কোন মন্তব্য করেননি।