ads
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালোবাসার দ্বিপ্রহর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৭৩ বার পঠিত

ক্যাম্পাস থেকে ফিরেই নিজের রুমে দরজা লক করে দেয় তুলি। ভীষণ কান্না করতে করতে থাকে মেয়েটা।
আজকে শুভ্র কে ফার্মেসী ডিপার্টমেন্টের একটা মেয়ের সাথে দাঁত কেলিয়ে ঘুরতে দেখেছে ক্যাম্পাসে। ও যে শুভ্র কে এতো ভালোবাসে ছেলেটা কি বুঝে না? আর বুঝবেই বা কি করে তুলি তো বলেই নি।

আজকে ৩দিন হলো ক্যাম্পাসে আসে না তুলি। কার থেকে একটু খোঁজ নিবে বুঝতে পারে না শুভ্র। মেয়েটার কিছু হয়েছে কি,না ভাবতে গিয়েই টেনশনে পরে যায় শুভ্র। কাউকে কিছু জিজ্ঞেস করতে গেলেও তো বুঝে ফেলবে! আর এই কথাটা আবার যদি পাঁচ কান হয়ে তুলির কানে যায়? তুলি কে কি উত্তর দিবে ও? মেয়েটা যা রাগী স্বভাবের। ভয়ে কোনদিন কথায় বলতে পারে নি শুভ্র, আর সেই তুলিই যদি নিজে থেকে এসে এসব জিগেস করে বসে তখন?

টিএসসিসি’র সামনে আসতেই তুলির সামনে পরে যায় শুভ্র। কিছু’টা এগোতেই পিছন থেকে নিজের নামটা শুনে থমকে দাঁড়ায় সে, ফিরে তাকাতেই দেখে তুলি ডাকছে। কিছুটা ভয় নিয়ে সামনে এগোতেই জিজ্ঞেস করে তুলি, ” আমার খোঁজ করেছিলেন কেন?” বুঝতে বাকি রইলো না এইটা মিহিনের কাজ, সব বলে দিছে ও (মিহিন তুলির ক্লাসমেট, আর শুভ্রের সাথে একই মেসে থাকে)। মুক্ত মঞ্চের ফাঁকা জায়গাটা’তে রোজই আড্ডা দিতে দেখি আপনাকে, হঠাৎ কিছুদিন দেখতে পায়নি তাই! আমতা-আমতা করে জবাব দেয় শুভ্র।

এভাবে আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের। আর এই বন্ধুত্বের সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি, ভালোবাসায় রুপ নেয় দুজনের সম্পর্ক। ক্যাম্পাসে সারাদিন একসাথে ঘুরাঘুরি, মজা করা আর খুনসুটি’তে ভালোই চলতে থাকে ওদের সম্পর্ক।
আর এভাবেই ১টি বছর পেরিয়ে যায়, মাস্টার্স কমপ্লিট করে চাকরির খোঁজে ক্যাম্পাস ছাড়ে শুভ্র।

আজকে তুলির বিয়ে, সকাল থেকেই কান্নাকাটি করছে মেয়েটা। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভেবেই বেশি খারাপ লাগছে ওর। অন্যদিকে, ভালো লাগাও কাজ করছে। যাকে এতো ভালোবেসেছে, সেই শুভ্রের সাথেই আজকে তুলির বিয়ে।

ডায়েরি টা বন্ধ করে তাসফি (শুভ্র আর তুলির একমাত্র মেয়ে তাসফি)। ভাবতেই অবাক লাগে তাসফির, মায়ের মতো করে ওর বিয়েটাও হতে যাচ্ছে ওর ভালোবাসার মানুষ’টার সাথে। আনন্দে দু’ফোটা অশ্রু গড়িয়ে পরে তাসফির।

এভাবেই ভালো থাকুক ভালোবাসাগুলো, যত্নে আর ভালোবাসায়।

লেখকঃ রাকিবুল ইসলাম
আইন বিভাগ (২য় বর্ষ)
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102