ভালো বেতনের চাকরি দেয়ার লোভ দেখিয়ে অসহায় ও বেকার নারীদের বিদেশে পাচার করছিল একটি চক্র। মঙ্গলবার গভীর রাতে সাভারের আমিন বাজার থেকে মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ নামে চক্রটির এক সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তিন তরুণীকে উদ্ধার করা হয়েছে।
যাদের উদ্ধার করা হইয়েছে- লিমা আক্তার, প্রিয়াংকা, তাসলিমা আক্তার আন্নি।
বুধবার বিকেলে র্যাব-৪ এর সিনিয়র এসপি জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েকজন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে আমিনবাজার বাসস্ট্যান্ডে নেয়া হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের সদস্য সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে আটক করা হয়েছে। এ সময় ভুক্তভোগী তিন তরুণীকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে অসহায় ও বেকার নারীদের ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে বিদেশে পাচার করছিলো।