থানা বা অফিসারদের কাছে আসা সেবাপ্রার্থী সাধারণ মানুষকে ভালো ব্যবহারের মাধ্যমে সেবা দিতে অফিসার ও ফোর্সদের নির্দেশনা দিয়েছেন সদ্য যোগদান করা চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় এমন নির্দেশনা দেন তিনি।
ডিআইজি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও প্রদান করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. ইকবাল হোসেন ও আরআরএফ চট্টগ্রামের কমান্ড্যান্ট (এসপি) এম এ মাসুদ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাংগীর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) শামসুল আরেফীনসহ চট্টগ্রাম জেলা ও আরআরএফ ইউনিটের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ডিআইজি স্যার তাঁর বক্তব্যে অফিসার ও ফোর্সদেরকে সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে সেবা দিতে নির্দেশনা দিয়েছেন। পুলিশ সদস্যদেরকে শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বলেছেন। কোনো সদস্য যদি অনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন তাহলে তাদের ছাড় দেওয়া হবে না হলে হুঁশিয়ারি দিয়েছেন।