নিয়োগদাতাদের অনুরোধের ভিত্তিতে ভিসার মেয়াদ পার হলেও মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ঢুকতে দেয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে দেশটি। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
মালয়েশিয়া ফেরত প্রত্যাশী শ্রমিকদের একটি অংশ আজ সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমবেত হয়ে তাদের দুর্দশার কথা তুলে ধরেন।
এসময় পররাষ্ট্রসচিব জানান, করোনার কারণে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে দেশে আসা শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে যাওয়ার বিষয়টি মালয়েশীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে বাংলাদেশ।