আগামী বুধবারের (৩০ সেপ্টেম্বর) মধ্যে আরও তিনটি ফ্লাইটি পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স। এরমধ্যে কাল একটি এবং বুধবার দুইটি ফ্লাইট রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) টিকিটের জন্য রাজধানীর সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স ও মতিঝিলে বিমান কার্যালয়ের সামনে ভিড় করছেন সৌদি প্রবাসীরা। ফিরতি টিকিট করে যারা দেশে এসেছেন, তাদের মধ্যে ১৯শ’ থেকে ২৩শ’ সিরিয়াল যাদের আছে তাদের টিকিট দিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স।
৪ঠা অক্টোবর থেকে নতুন করে আবার টোকেন দেয়া হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৪ঠা অক্টোবর টোকেন নিয়ে টিকিট পেয়েও যেতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় আছেন অনেকেই।
এদিকে, মতিঝিলে বিমান অফিসের সামনেও ভিড় করছেন অনেকেই। প্রবাসীদের অভিযোগ, ভিসার মেয়াদ বাড়াতে আবেদন জমা দেয়ার জন্য যেসব এজেন্সির নাম দিয়েছে সৌদি দূতাবাস, তারা এখনো কাজ শুরু করেনি।
অন্যদিকে, এজেন্সিগুলো সৌদি দূতাবাসের নির্দেশনা পেলেই কাজ শুরু করবে বলে জানায়। সবার ভিসার মেয়াদ বাড়াতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।