ads
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের স্বৈরাচারের দোসর আরও ৩৯ আমলার দ্রুত অপসারণ দাবি জুলাই ঐক্যের ধর্ষণের পর গর্ভপাত: সালিশে ব্যর্থ, মামলাও নেয়নি পুলিশ হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় দিনে ২০০ মিলিয়ন ডলার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির: জাতিসংঘে চীনা দূত বেদখল খাসজমি উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমি উপদেষ্টার বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযান, ৯ সন্ত্রাসী আটক দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শ্রীবরদীতে মাছের ঘেরে ২ শিশুর মরদেহ, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড!

ভূয়া জন্ম সনদ প্রদানকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে- ইউএনও শরিফুল ইসলাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নে ভূয়া জন্ম সনদ দিয়ে গতকাল ১৮ সেপ্টেম্বর ৭নং ওয়ার্ডের গোমড়া এলাকায় বাল্য বিয়ের আয়োজন করা হয়। এতে বর ও কনের পরিবারকে জরিমানা ও মুচলেকা নেয়া হয়।

অনুসন্ধানে জানা যায়, এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাল্য বিবাহ সম্পন্ন করতে স্থানীয় কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগীতায় ভূয়া জন্ম সনদ দিয়ে সহযোগীতায় বাল্য বিয়ে আয়োজন করেন পরিবার গুলো।

গতকাল ১৮ সেপ্টেম্বর সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের গোমড়া এলাকায় বাল্য বিয়ের আয়োজন করা হলে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার এঁর সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের এর গোমড়া গ্রামে বাল্যবিবাহ নিরোধে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

পাত্রীর বাবা তার মেয়ের বয়স ১৮ বানানোর জন্য ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় মিথ্যা জন্মতারিখ দিয়ে একটি মনগড়া ‘জন্ম সনদ’ তৈরি করে বিয়ের আয়োজন করেছিলেন।

পরবর্তীতে চাপ প্রয়োগে পাত্রীর জে.এস.সি রেজিস্ট্রেশন ও এডমিট কার্ডের মূল কপি বের করানো হয়। সে অনুযায়ী বয়স ১৬ বছর ০৫ মাস ০৭ দিন।

এরই প্রেক্ষিতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৭ (১) অনুযায়ী পাত্রকে ৫,০০০/- এবং একই আইনের ধারা ৮ অনুযায়ী পাত্রীর বাবাকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। পাত্রীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা বিয়ে করবেন না, বা দিবেন না মর্মে উভয় পক্ষ হতে মুচলেকা নেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. তানভীর হোসেন এবং জনাব মো: রুহুল আমিন।

জাল জন্ম সনদ তৈরীতে সহযোগীতা ও প্রদানকারীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা কেন গ্রহণ করা হয় না?

আজ ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের আত্বঃ সম্পর্ক বিষয়ক কর্মশালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের নিকট প্রতিবেদক উক্ত বিষয় জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জাল জন্ম সনদ তৈরীতে ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যারা সহযোগীতা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য মৌলভীবাজার জেলাকে ২০১৬ ইং সালের ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার সরকারী কলেজ অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয় । শুধু কাগজে কলমে বিদ্যমান কিন্তু বাল্য বিবাহ মুক্ত রয়েছে বলে সচেতন সমাজ মনে করছেন।

বাস্তবে প্রতিনিয়ত মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে এভাবে বাল্য বিয়ের আয়োজন করা হয় এবং সম্পন্নও করা হচ্ছে। কেবল নজরে আসা বাল্য বিয়ে বন্ধ ও জরিমানা করা হয়। কিন্তু অনুসন্ধানে আরো তথ্য পাওয়া যায় কিছু জনপ্রতিনিধিদের দূর্নীতি ও সহযোগীতার কারনে বাল্য বিবাহ মুক্ত করা সম্ভব হচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102