ভোলায় নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলার ৩ জন ও একজন দৌলতখান উপজেলার বাসিন্দা রয়েছে।
এনতুন চারজন নিয়ে এ জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫০ জনে ছাড়াল। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। আজ শুক্রবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
তথ্য সূত্রমতে, “ভোলায় করোনা আক্রান্ত ৬৫০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৩ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩১৯ জনের মধ্যে সুস্থ ২৬৮ জন। দৌলতখানে আক্রান্ত ৪৮ জনের মধ্যে সুস্থ ৪২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৮১ জনের মধ্যে সুস্থ ৭১ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৪০ জন, লালমোহনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সুস্থ ৬১ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৪৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।”
সূত্র মতে আরো জানা যায়, ভোলা থেকে এ পর্যন্ত ৫ হাজার ২৯৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ হাজার ২৯২ জনের রিপোর্ট আসলেও এখনও ১ জনের রিপোর্ট অপেক্ষমান আছে।