ভোলার চরফ্যাশনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে বাস চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন শশীভূষণ সড়কের পানিরকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চর কলমী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেল্লাল মাষ্টারের স্ত্রী তানিয়া (৩০) ও মেয়ে মালিয়া (৩)।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শশীভূষণগামী ব্যাটারি চালিত অটোরিকশা করে মা ও মেয়ে ঘুরতে গিয়েছিলেন। রাস্তার মোড় ঘুরতে গিয়ে অটোরিকশা থেকে মায়ের কোলে থাকা শিশু সন্তানসহ মা ছিটকে পড়ে যান। এ সময়ে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মা ও শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।