মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার মধুপুর কুড়ালিয়া রাস্তায় পুন্ডুরা বকুলতলা মোড় নামক স্থানে সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার সময় ব্যাটারী চালিত অটোরিক্সার (অটো) ধাক্কায় ওমর আলী ৭০ নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা ওমর আলী মধুপুর কুড়ালিয়া রাস্তায় পুন্ডুরা বকুলতলা মোড় নামক স্থানে রাস্তার দক্ষিন পার্শ্ব হতে উত্তর পার্শ্বে রাস্তা পাড়া পাড়ের সময় মধুপুর গামী একটি ব্যাটিরী চালিত অটোরিক্সার(অটো) সাথে ধাক্কা খেয়ে সে গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠায়।
পারিবারিক সুত্রে জানা যায়, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত ওমর আলীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। স্থানীয়রা ব্যাটারিচালিত অটোটি আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।