মোঃ আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে শিশুধর্ষন মামলার আসামী এবং তার পরিবারের লোকজন মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকী দিচ্ছে বলে জানা যায়।
উল্লেখ্য টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন মমিনপুর গ্রামের আয়নাল হকের ছেলে সাগর ও নওশের আলীর ছেলে সোহাগ ২৯ জুন একই এলাকার ৬ বছরের এক শিশুকে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনা জানতে পেরে ধর্ষিতার পরিবারের লোকজন ধর্ষকদ্বয়কে আটক করে ৯৯৯ কল দিলে মধুুপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে পরিবারের লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্মরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষিতার পিতা বাদী হয়ে মধুপুর থানায় আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩১, তারিখ- ৩০/০৬/২০২০ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯ (৩)।
আসামীদ্বয়কে মধুপুর থানা পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। আসামীদ্বয় বর্তমানে জামীনে আসলে তার পরিবারের লোকজন মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছেন বলে মামলার বাদী জানান। এ ব্যাপারে মধুপুর থানায় একটি সাধারণ ডাইরী(জিডি) করা হয়েছে। সাধারন ডাইরী(জিডি) নং- ৯৯২, তারিখ- ২৬-০৮-২০২০ইং।