ads
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

মরণব্যধি ক্যানসারের চিকিৎসার মাঝেই বিয়ে করলেন হিনা খান, পাত্র যিনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৬ বার পঠিত

মরণব্যধি ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী হিনা খান। চলছিল কেমোথেরাপি।

অসুস্থ শরীর নিয়ে বিয়ে করলেন এই ভারতীয় অভিনেত্রী।
বুধবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে ঘোষণা দিয়েছেন অভিনেত্রী হিনা খান। পাত্র তারই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল। তার আসল নাম জয়ন্ত জয়সওয়াল, কলকাতার একটি ব্যবসায়ী পরিবারে জন্মান। তিনি সনাতন ধর্মাবলম্বী এবং রাজপুত বংশোদ্ভূত ।

হিনা খান কাশ্মীরি মুসলিম পরিবারে জন্মান এবং রকি, তাদের ধর্মীয় পার্থক্য সত্ত্বেও, একে অপরকে গভীরভাবে ভালোবাসেন এবং সম্মান করেন।

ধর্ম কখনোই তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছেন।

বিয়ের ঘোষণা দিয়ে হিনা লিখেছেন, ভিন্ন দুই জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের মধ্যকার ব্যবধানগুলো ম্লান হয়েছে, আমাদের হৃদয় এক হয়েছে, জীবনের শেষপ্রান্তে তৈরি হলো এমনই এক বন্ধন। আমরাই আমাদের ঘর, আলো, আশা। সব বাধা অতিক্রম করে আজ আমাদের প্রেমে পড়ল আইনি সিলমোহর। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের দোয়া কামনা করছি।

বিয়েতে হিনা পরনে ছিল সবুজাভ শাড়ির সঙ্গে হালকা গোলাপি ওড়না। হাতে ছিল হীরার আংটি। রং মিলিয়ে রকিও পরেছেন পাঞ্জাবি।

গত ১৩ বছর ধরে প্রেম করছিলেন রকি ও হিনা। রকি পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে প্রথম দেখা হয় হিনা ও রকির। হিনা তখন ‘আক্ষরা’ চরিত্রে অভিনয় করছিলেন, আর রকি ছিলেন সেই সিরিয়ালের সুপারভাইজিং প্রোডিউসার। বন্ধুত্ব থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, যা ২০১৭ সালে তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন। এরপর থেকে একে অপরের পাশে থেকেছেন সবসময়। বিশেষ করে ২০২৪ সালে হিনার স্তন ক্যানসার (স্টেজ ৩) ধরা পড়ার পর রকি ছিলেন তার সবচেয়ে বড় সাহস ও ভরসার জায়গা। কেমোথেরাপির কষ্ট, মানসিক চাপ—সবকিছুর মধ্যেও রকির ভালোবাসা ছিল হিনার পাশে ছায়ার মতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102