করোনাকালে ঝুঁকিমুক্ত পরীক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ চারদফা দাবিতে রাস্তায় নেমেছিলেন সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।
দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট। এরপর রাজধানীর মহাখালীতে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
দুই ঘণ্টাও বেশি সময় রাস্তা অবরোধের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবিবের আশ্বাসের পর কর্মসূচি আপাতত সমাপ্তি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মহামারির সময় বন্ড সাইনের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে। এছাড়া বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শিক্ষার্থীদের সাত মাসের বেতনসহ অন্যান্য ব্যয় মওকুফের দাবিও আছে।