চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি চার মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন মহাখালীর করোনা আইসোলেশন সেন্টারের স্বেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবীদের অভিযোগ, বুধবার তাদের চার মাসের চুক্তি শেষ হয়েছে। কিন্তু চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি। চার মাসের বেতনও পরিশোধ করা হয়নি। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে বিক্ষোভ শুরু করেন মহাখালী করোনা আইসোলেশন সেন্টারে কাজ করা ২০৭ স্বেচ্ছাসেবী।
কর্মসূচির কারণে ব্যাহত হয় বিদেশগামীদের করোনা পরীক্ষা কার্যক্রম। তবে, কর্তৃপক্ষের আশ্বাসে তারা আবারও কাজে ফেরেন।